Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেনে আবাসন প্রকল্প সংকটের প্রতিবাদে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
৬ এপ্রিল ২০২৫ ১৭:২৩ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১৮:০৭

আবাসন সংকট সমস্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

স্পেনজুড়ে তীব্র আবাসন সংকটের প্রতিবাদে শনিবার (৫ এপ্রিল) হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। আয়োজকদের দাবি, শুধু মাদ্রিদেই প্রায় দেড় লাখ মানুষ অংশ নেয় এ বিক্ষোভে, যেখানে মূল দাবি ছিল, আবাসন ব্যবসা বন্ধ করা এবং সকলের জন্য সাশ্রয়ী বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করা।

মালাগা থেকে ভিগো পর্যন্ত অন্তত ৪০টি শহরে ছোট-বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিভিন্ন শহরের বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘ভাড়াদাররা দোষী নয়, সরকার দায়ী’ এবং ‘আবাসনের কারসাজি বন্ধ করো’।

বিজ্ঞাপন

মাদ্রিদ ভাড়াটে ইউনিয়নের মুখপাত্র ভ্যালেরিয়া রাকু বলেন, ‘এটা হলো আবাসন ব্যবসার অবসানের শুরু। এমন একটি সমাজ গঠনের সূচনা যেখানে জমিদারি থাকবে না, থাকবে না এই পরজীবী ব্যবস্থা যা আমাদের আয় ও সম্পদ শোষণ করছে।’

সংগঠনটির মতে, স্পেনে ১৪ লাখ পরিবার তাদের আয়ের ৩০ শতাংশেরও বেশি ব্যয় করছে বাসস্থানের জন্য, যা এক দশক আগের তুলনায় দুই লাখ পরিবার বেশি।

পর্যটন নির্ভর অ্যাপার্টমেন্ট ও রিয়েল এস্টেট জল্পনার কারণে ভাড়ার হার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায়, আবাসন বর্তমানে স্পেনের প্রধান সামাজিক সংকটে পরিণত হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, মাদ্রিদ শহরেই ১৫ হাজার অবৈধ পর্যটক অ্যাপার্টমেন্ট রয়েছে। বার্সেলোনা সিটি কাউন্সিল ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে, ২০২৮ সালে মেয়াদ শেষ হলে তারা ১০ হাজার পর্যটক অ্যাপার্টমেন্টের লাইসেন্স নবায়ন করবে না।

শুরুর দিকে এই সংকট মূলত পর্যটকঘন এলাকাগুলিতে সীমাবদ্ধ থাকলেও এখন সারা দেশেই ছড়িয়ে পড়েছে। সেভিয়া, ভ্যালেন্সিয়া, সান্তিয়াগো, বার্গোস এবং সান সেবাস্তিয়ানের মতো শহরেও বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা প্রতীকী প্রতিবাদ হিসেবে চাবির গোছা ঝাঁকিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

বালিয়ারিক দ্বীপপুঞ্জে গত পাঁচ বছরে একটি ছোট অ্যাপার্টমেন্টের ভাড়া গড়ে ৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে মাসিক প্রায় ১ হাজার ৪০০ ইউরো, যা আতিথেয়তা খাতে কর্মরত গড় বেতনের চেয়েও বেশি।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণরা। বেতন স্থির থাকলেও বাসা ভাড়ার খরচ লাগামছাড়া হয়ে যাওয়ায়, স্প্যানিশ যুব পরিষদের এক প্রতিবেদনে দেখা গেছে, গত বছর ৩০ বছরের কম বয়সী ৮৫ শতাংশ তরুণ এখনো তাদের পরিবারসহ বসবাস করছে।

বার্সেলোনার প্লাসা দেস্পানিয়ায় হাজারো মানুষের সমাবেশে বিক্ষোভকারীরা ৫০ শতাংশ ভাড়া কমানো, স্থায়ী চুক্তিভিত্তিক ভাড়া এবং আবাসন জল্পনার অবসান দাবি করেন।

কাতালান হাউজিং এজেন্সির তথ্য অনুসারে, গত ১০ বছরে বার্সেলোনায় ভাড়া বেড়েছে ৭০ শতাংশ, যেখানে একই সময়ে বেতন বেড়েছে মাত্র ১৭ দশমিক ৫ শতাংশ।

বার্সেলোনা আরবান রিসার্চ ইনস্টিটিউটের জেমি পালোমেরা বলেন, আবাসন ব্যবস্থাটি এখন ধনীদের পক্ষে সাজানো। করছাড় ও উৎসাহমূলক নীতির ফলে তারা ক্রমাগত সম্পত্তি কিনছে এবং বাজারকে তাদের নিয়ন্ত্রণে নিচ্ছে।’

তিনি বলেন, ‘অর্থনৈতিক মডেল এমন যে এখানে উৎপাদন না করেও শুধুমাত্র ভাড়ার মাধ্যমে মধ্যবিত্তের কাছ থেকে অর্থ শোষণ করা হচ্ছে।’

সমাধান হিসেবে পালোমেরা বলেন, বহু সম্পত্তির মালিকদের ওপর পর্যায়ক্রমিক কর আরোপ করতে হবে। তিনি সিঙ্গাপুরের মডেলের কথা উল্লেখ করেন, যেখানে প্রথমবার ঘর কেনার জন্য সরকার সহায়তা দেয়, কিন্তু দ্বিতীয় ও পরবর্তী বাড়ির জন্য উচ্চ হারে কর আরোপ করা হয়।

সারাবাংলা/এনজে

আবাসন প্রকল্প বিক্ষোভ মিছিল সংকট স্পেন

বিজ্ঞাপন

নতুন অধিনায়ক পেল ইংল্যান্ড
৭ এপ্রিল ২০২৫ ১৮:৩৪

আরো

সম্পর্কিত খবর