শিশুকে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত ডাবলু গ্রেফতার
৬ এপ্রিল ২০২৫ ১৭:২৫ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১৭:৪১
নীলফামারী: জেলার ডোমারে পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনায় অভিযুক্ত খলিলুর রহমান ডাবলুকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৬ এপ্রিল) সকাল ১১ টায় নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে শনিবার (৫ এপ্রিল) শিশুর বাবা থানায় মামলা করেন। শুক্রবার (৪ এপ্রিল) রাতে যৌন হয়রানির ঘটনা ঘটে।
গ্রেফতার ডাবলু জোড়াবাড়ি ইউনিয়নের বেতগাড়া ডাক্তার পাড়া এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে। পেশায় তিনি একজন মাংস ব্যবসায়ী।
শিশুর বাবা বলেন, ডাবলু ও তার ছেলে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দলীয় প্রভাব খাটিয়ে আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। আমি পেশায় একজন দিনমজুর, কাজের জন্য বিভিন্ন স্থানে থাকতে হয়। এই পরিস্থিতে পরিবার নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছি।
শিশুটির পরিবারের দাবি, শুক্রবার রাতে অভিযুক্ত ব্যক্তি নিজ বাড়িতে ডেকে নিয়ে শিশুটিকে যৌন হয়রানি করে। পরে টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ডাবলু।
অভিযুক্ত ডাবলুর ছেলে জোড়াবাড়ি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মাহমুদ রিপন সারাবাংলাকে বলেন, ‘ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে উদ্দেশ্যমূলকভাবে এই অভিযোগ আনা হয়েছে। প্রয়োজনে আমরা আইনি ব্যবস্থা নেব।
ডোমার থানার উপ-পরিদর্শক (এসআই) শৈলেন বলেন, ‘শিশুটির বাবা থানায় এসে এজাহার দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। থানায় শিশুটিও জবানবন্দি দিয়েছে।’
সারাবাংলা/এসআর