এপ্রিলে অপরিবর্তিত থাকছে এলপি গ্যাসের দাম
স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ১৭:২৬ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১৮:০৭
৬ এপ্রিল ২০২৫ ১৭:২৬ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১৮:০৭
ঢাকা: চলতি মাসে বাড়ছে না তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস-এলপিজির দাম। আগের দাম ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৪৫০ টাকা ঠিক রেখেই এলপিজির মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জী রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে কমেছে অটোগ্যাসের দাম। যা আজ রোববার (৬ এপ্রিল) সন্ধ্যা থেকেই কার্যকর হচ্ছে।
বিইআরসি’র ঘোষণা অনুযায়ী, চলতি এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৪৫০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪৩ পয়সা থেকে কমিয়ে ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারন করা হয়েছে।
এর আগে মার্চ মাসে ভোক্তা পর্যায়ে এলপি বা বোতলজাত গ্যাসের দাম ১২ কেজি সিলিন্ডারে ১ হাজার ৪৭৮ টাকা থেকে ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। তবে ওই মাসে অটোগ্যাসের দাম ১ টাকা ৩১ পয়সা বাড়িয়ে মূসকসহ ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়।
সারাবাংলা/জেআর/আরএস