Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ ‘আবু সাঈদ চত্বর’ পরিদর্শন প্রধান বিচারপতির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ১৭:৪৮ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১৮:৫২

‘আবু সাঈদ চত্বর’ পরিদর্শনে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ যেখানে গুলিবিদ্ধ হয়ে শহিদ হয়েছেন সেই ‘আবু সাঈদ চত্বর’ পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

রোববার (৬ এপ্রিল) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ ফটকের (পূর্বের নাম ১ নম্বর গেট) সামনে পরিদর্শনে আসেন প্রধান বিচারপতি। এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী শহিদ আবু সাঈদের গুলিবিদ্ধের ঘটনাস্থলসহ বিভিন্ন স্থান পরিদর্শনে প্রধান বিচারপতিকে সহয়তার পাশাপাশি বিভিন্ন বিষয়ে অবগত করেন।

বিজ্ঞাপন

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে রংপুরের জজ আদালতসহ বিভিন্ন আদালত পরিদর্শন করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আদালত চত্বরে পৌঁছালে রংপুরের সিনিয়র জেলা জজসহ বিভিন্ন আদালতের বিচারকরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে প্রধান বিচারপতি জেলা আদালতের সামনে একটি হাড়ি ভাঙা আমের চারা রোপণ করেন। এরপর তিনি জেলা জজ আদালতের বিভিন্ন বিচারকের এজলাসসহ রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত এবং মেট্রোপলিটন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেন। সেখানেও একটি গাছের চারা রোপণ করেন।

আদালত পরিদর্শনের সময় প্রধান বিচারপতি রংপুর মেট্রোপলিটন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। প্রধান বিচারপতি ১০ তলা জুডিশিয়াল ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভবনের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়াও রংপুরের আদালত চত্বরে বিরাট পুকুর দেখে তা ভালোভাবে সংরক্ষণ করার নির্দেশও দেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির, মহানগর দায়রা জজ মশিয়ার রহমান খান, তারিক হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর কিউ এম জুলকার নাইন, চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটসহ নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারকরা, সকল জুডিশিয়াল ও মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট এবং ল্যান্ড সার্ভে বিচারকরা উপস্থিত ছিলেন।

এদিকে বিকেলে পীরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিহত আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের।

সারাবাংলা/ইআ

আবু সাঈদ চত্বর প্রধান বিচারপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর