Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি কর্মচারীদের পদোন্নতি পেতে রঙিন ছবি সংযোজন বাধ্যতামূলক

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ১৭:৫২

ঢাকা: সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতিতে নতুন রঙিন ছবি সংযোজন বাধ্যতামূলক করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুব উল আলম।

সকল মন্ত্রণালয় ও বিভাগের সচিব, বিভাগের কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, অনূর্ধ্ব ছয় মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজনসহ জিইএমএস এ পিডিএস এর সকল ব্যক্তিগত তথ্য নিজ দায়িত্বে জরুরি ভিত্তিতে হালনাগাদ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন

চিঠিতে আরও বলা হয়, যে সকল কর্মকর্তা নতুন রঙিন ছবি সংযোজনসহ জিইএমএস এ পিডিএস এর তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হবেন, তাদের কেস পদোন্নতির জন্য বিবেচিত হবেনা।

সারাবাংলা/জেআর/এনজে

জনপ্রশাসন মন্ত্রণালয় পদোন্নতি রঙিন ছবি