Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংস্কার কমিশনের বাস্তবায়নযোগ্য সুপারিশ দ্রুত কার্যকরের নির্দেশ তথ্য উপদেষ্টার

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ১৮:০৯ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ২০:৫৩

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম – (ফাইল ছবি)

ঢাকা: গণমাধ্যম সংস্কার কমিশনের বাস্তবায়নযোগ্য সুপারিশ দ্রুত কার্যকরের জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।

রোববার (৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ নির্দেশ দেন। এ সময় মাঠ পর্যায়ে প্রচার কার্যক্রম বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রণালয়ের অধীন দফতর-সংস্থাসমূহকে গতিশীল ও যুগোপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, জেলা তথ্য অফিসসমূহকে প্রত্যন্ত অঞ্চলে জনগুরুত্বপূর্ণ বার্তা ব্যাপকভাবে প্রচার করতে হবে।

বিদেশস্থ বাংলাদেশি দূতাবাসসমূহের প্রেস উইংয়ের কাজের গতি বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, বিদেশি গণমাধ্যমে যেন দেশের বিরুদ্ধে অপপ্রচার না হয়, সে বিষয়ে প্রেস উইংকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সারাবাংলা/জেআর/আরএস

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর