Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের পাশে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ১৮:১৩

ছবি: সংগৃহীত

ঢাকা: চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক)। তিনি নিহত পরিবারবর্গের খোঁজ খবর নেন এবং ঈদ উপলক্ষ্যে নগদ অর্থ দেন।

তিনি চট্টগ্রাম মহানগরীতে সম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বরিশাল বাজার, মৌলভী পুকুর পাড়, চান্দগাঁও এর শহিদ মো. শহিদুল ইসলাম, লালখান বাজার খুলশীর শহিদ মো. ফারুক, পাহাড়তলীর শহিদ মোহাম্মদ আলম, সিদ্দিক ম্যানসন, লালখান বাজারের শহিদ মো. ফয়সাল আহমেদ শান্ত এবং হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই ইউনিয়নের ২নং ওয়ার্ডের টেন্ডল বাড়ির বাসিন্দা শহিদ ইউসুফ ও ৬ নং ওয়ার্ডের বাসিন্দা অটোরিকশা চালক শহিদ জামাল মোল্লার বাড়িতে যান এবং তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও সকল শহিদ পরিবারকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এবং ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

বিজ্ঞাপন

এ সময় উপদেষ্টা সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন, ওসি (তদন্ত), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নিয়াজ মোর্শেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সারাবাংলা/জেআর/এনজে

উপদেষ্টা চট্টগ্রাম জুলাই আন্দোলন নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর