Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯৩ আইনজীবীর আত্মসমর্পণ
আওয়ামী লীগের ৮৪ আইনজীবী কারাগারে, ৯ জনের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ১৮:০৬ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১৯:৪৫

ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুরসহ হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানায় করা মামলায় আওয়ামীপন্থী ৮৪ আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে ৯ জনের জামিন মঞ্জুর করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলেও ৯ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। তাদের মধ্যে আটজনই নারী।

বিজ্ঞাপন

তিনি বলেন, সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন ৯৩ আইনজীবী। পরে বিকেল সাড়ে ৩টা থেকে শুনানি শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে বিকেল ৫টার দিকে এ আদেশ দেন বিচারক।

আরও পড়ুন- আত্মসমর্পণ করে আওয়ামী লীগের ৯৩ আইনজীবীর জামিন আবেদন

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গেছে, গত বছরের ৪ আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় আওয়ামী লীগ ঘরানার ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। এ ঘটনায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নিয়েছিলেন ১১৫ জন। জামিনের মেয়াদ শেষ হবে আগামীকাল ৭ এপ্রিল। এজন্য আজ আত্মসমর্পণ করে আবারও জামিন চান ৯৩ আইনজীবী।

সারাবাংলা/আরএম/ইআ

আইনজীবী আওয়ামী লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর