Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূণ্যস্নানে হামদর্দের শরবত রুহ আফজা আপ্যায়ন

সারাবাংলা ডেস্ক
৬ এপ্রিল ২০২৫ ১৯:০৩

রুহ আফজার শরবত পান করছেন তীর্থযাত্রীরা।

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে শুক্রবার থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্যস্নান। এই স্নান সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বর্পূণ আচার, যেখানে তীর্থযাত্রীরা পবিত্র জলাশয়ে স্নান করে আত্মশুদ্ধি ও পাপমুক্তির প্রার্থনা করেন।

অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনাকে ছড়িয়ে দিতে কিংবদন্তি উদ্যোক্তা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার নির্দেশে তীব্র গরমের মধ্যে তীর্থযাত্রীদেরকে শরবত রুহ আফজা আপ্যায়ন করিয়েছে হামদর্দ ল্যাবরেটেরীজ বাংলাদেশ। আপ্যায়িত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তীর্থযাত্রিরা। এ সময় তারা হামদর্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

পূণ্যস্নান রুহ আফজা হামদর্দ ল্যাবরেটেরীজ বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর