Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঁশঝাড়ে কার্টনে পলিথিন মোড়ানো সেই মরদেহের পরিচয় শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ১৯:০৩ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১৯:২৯

ঢাকা: মানিকগঞ্জের পুটাইল ইউনিয়নের একটি বাঁশঝাড়ে কার্টনে পলিথিনে মোড়ানো অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধার করেছে সিআইডি। পরে প্রযুক্তিনির্ভর অনুসন্ধানে নিহতের পরিচয় শনাক্ত করেছে সংস্থাটি।

রোববার (৬ এপ্রিল) বিকেলে সিআইডির মিডিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ৪ এপ্রিল মানিকগঞ্জের পুটাইল ইউনিয়নের একটি বাঁশঝাড়ের ভেতর পাওয়া যায় একটি কার্টন। কার্টনটির ভেতরে ছিল পলিথিনে মোড়ানো এক নারীর মরদেহ। পচন ধরে ফুলে ওঠায় মুখমণ্ডল এমনভাবে বিকৃত ও থ্যাতলানো ছিল। যে কারণে কেউই শনাক্ত করতে পারছিল না। পরিচয়হীন ওই মরদেহ ঘিরে তৈরি হয় রহস্য। শেষ পর্যন্ত সিআইডির প্রযুক্তিনির্ভর অনুসন্ধানে উদঘাটিত হয় তরুণীর পরিচয়।

জসীম উদ্দিন বলেন, ‘গত শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা বাঁশঝাড়ে ফেলে রাখা একটি বড় কার্টন থেকে রক্ত ঝরতে দেখে পুলিশকে খবর দেন। মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি সিআইডির ক্রাইম সিন ইউনিটকে জানায়। পরে দুপুর ১২টা ৪০ মিনিটে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। কার্টন খুলে তারা এক নারীর মরদেহ উদ্ধার করে, যা পরিচয়বিহীন এবং পরিচয় শনাক্তের জন্য কোনো দৃশ্যমান ক্লু ছিল না।’

তিনি জানান, তদন্তের অংশ হিসেবে সিআইডি প্রথমে ডিজিটাল ডিভাইসে আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্র ডেটাবেজে মিলিয়ে দেখে, তবে কোনো মিল পাওয়া যায়নি। পরে সংস্থাটি উন্নত বায়োমেট্রিক প্রযুক্তি ভিএফএএন ব্যবহার করে ভিকটিমের পরিচয় শনাক্ত করে।

সিআইডি’র এই পুলিশ সুপার বলেন, নিহত তরুণীর নাম বিউটি গোস্বামী (৩৮)। তার বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার উত্তর দলগ্রামে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এসআর

মরদেহ উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত মানিকগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর