Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
৬ এপ্রিল ২০২৫ ২০:৩০ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ২৩:১৪

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্স। রোববার (৬ এপ্রিল) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, গাজায় ইসরায়েলি হামলার ফলে সৃষ্ট ভয়াবহ মানবিক বিপর্যয় ও মৃত্যুর মিছিল বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই এই ধর্মঘট আহ্বান করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধ বন্ধে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো জরুরি এবং গাজায় ইসরায়েলের সংঘটিত যুদ্ধাপরাধ ও ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।

বিজ্ঞাপন

এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় একদিনেই অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। হামলা হয়েছে আবাসিক ভবন এবং জোরপূর্বক বাস্তুচ্যুতদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রেও।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৫০ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জন আহত হয়েছেন। সরকারি তথ্যমতে নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০-এর বেশি, যাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ।

সারাবাংলা/এনজে

গাঁজা ধর্মঘট ফিলিস্তিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর