শিগগিরই দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু: চিফ প্রসিকিউটর
৬ এপ্রিল ২০২৫ ২১:২৮ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ০৩:৩৮
ঢাকা: শিগগিরই দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ বিষয়ে সরকারের ইতিবাচক চিন্তাভাবনা রয়েছে বলেও জানান তিনি।
রোববার (৬ এপ্রিল) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
তাজুল ইসলাম বলেন, ‘দেশ নিয়ে ভাবনা-চিন্তা করাই হলো রাজনীতিবিদদের কাজ। তারা ভাবতেই পারেন। তবে অপরাধের বিস্তৃতির কথা বিবেচনা করে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো যেতে পারে। সারাদেশে ছড়িয়ে দেওয়াটা কতটা বাস্তবসম্মত- তা চিন্তা করবে সরকার।’
এদিন যাত্রাবাড়ীতে ইমাম হোসেন তাইমসহ গণহত্যার অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। রাজধানীর চানখারপুলে সংঘটিত হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা নাসিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ এপ্রিল মঞ্জুর করা হয়। এছাড়া সাভারের আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় পুলিশের নায়েক সোহেল মিয়াকে ১৩ এপ্রিল সময় ধার্য করা হয়।
সারাবাংলা/আরএম/আরএস