স্থানীয় সরকার বিভাগের নতুন সচিব রেজাউল মাকসুদ
স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ২১:৪২
৬ এপ্রিল ২০২৫ ২১:৪২
ঢাকা: স্থানীয় সরকার বিভাগে নতুন সচিব নিয়োগ পেয়েছেন মো. রেজাউল মাকছুদ জাহেদী। এর আগে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রোববার (৬ এপ্রিল) তাকে বদলি করে নতুন নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব জামিলা শবনমের সই করা প্রজ্ঞাপনে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।
এর আগে দুপুরে আরেক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (সংযুক্ত) করে বদলি করা হয়।
সারাবাংলা/জেআর/পিটিএম