বিজেপি’র প্রতিষ্ঠাতা নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যুবার্ষিকী পালন
৬ এপ্রিল ২০২৫ ২২:২৩ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ২৩:১৪
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রতিষ্ঠাতা নাজিউর রহমান মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠান। ছবি: সারাবাংলা
ভোলা: ভোলার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রতিষ্ঠাতা, সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং অবিভক্ত ঢাকা সিটির মেয়র মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (৬ এপ্রিল) বিকেলে ভোলা শহরের উকিলপাড়া শান্ত নীড়ে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও নাজিউর রহমান মঞ্জুর বড় ছেলে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
অনুষ্ঠানে নাজিউর রহমান মঞ্জুর ছোট ছেলে ব্যারিস্টার ওয়াসিকুর রহমান অঞ্জন, জেলা বিজেপি সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহসহ জেলা বিজেপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা বিএনপি সদস্য সচিব রাইসুর আলম, ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বাবার স্মৃতিচারণ করে নাজিউর রহমান মঞ্জুর বড় ছেলে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আমার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জুকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। আমি আমার জীবনের পরবর্তী সময়ে এইটা উপলব্ধি করতে পেরেছি যে, আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠিয়ে যে ধন-সম্পদ, সম্মান ও খ্যাতি দেয়। এর সব কিছু দেওয়ার কারণ হলো এগুলো ব্যবহার করে জনগণের জন্য কাজ করা। আমার বাবা জীবনের প্রথম দিক থেকেই এটি উপলব্ধি করে পুরোটা সময়টা মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি শুধু ভোলাতেই নয়; যেখানেই গিয়েছেন মানুষের মন জয় করেছেন। আমার বাবার জন্য সারা দেশের মানুষ আমাদেরকে সম্মান করে ও ভালবাসে। এটাও বাবার জন্য সদকায়ে জারিয়া। আমার বাবার কোনো অহংকার ছিলো না। সাধারণ মানুষের সঙ্গে মিশতেন।’
পার্থ বলেন, ‘গত ১৭ বছর আমরা রাজনীতিতে অনেক কষ্ট করেছি। আগামীতে একটা সুদিন আসার সম্ভাবনা রয়েছে। আল্লাহর কাছে আমাদের জন্য এই দোয়া করবেন যাতে আমরা অহংকারী হয়ে না উঠি। আমরা যেনো বড় নেতা হওয়ার চেয়ে ভালো মানুষ হয়ে এই পৃথিবী থেকে যেতে পারি, ঠিক যেমন আমার বাবাসহ আরো অন্যান্য যারা ছিলেন। তাদের মৃত্যুতে মানুষের হৃদয় ছুয়ে গেছে। এখনো তাদের কথা মনে করলে মানুষের চোখ দিয়ে পানি চলে আসে। এ সময় তিনি তার বাবার রুহের মাগফেরাতের কামনায় সকলের দোয়া কামনা করেন।
উল্লেখ্য, মরহুম নাজিউর রহমান মঞ্জু ১৯৪৮ সালে ৩০শে জুন ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ঐতিহ্যবাহী বালিয়া মিয়া বাড়িতে মিয়া পরিবারে জন্ম গ্রহন করেন। ২০০৮ সালের ৬ এপ্রিল মাত্র ৬০ বছর বয়সে ঢাকা ইউনাইটেড হাসপাতালে মারা যান।
সারাবাংলা/এসআর
আন্দালিব রহমান পার্থ নাজিউর রহমান মঞ্জু বিজেপি ব্যারিস্টার ওয়াসিকুর রহমান অঞ্জন ভোলা মৃত্যুবার্ষিকী পালন