Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরকত উল্লাহ বুলু অসুস্থ, নেওয়া হয়েছে ঢাকায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ২৩:১০ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ০৯:৫৮

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। ছবি: সারাবাংলা

নোয়াখালী: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেকমন্ত্রী বরকত উল্লাহ বুলু শ্বাসকষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়ায় তাকে জরুরিভাবে নোয়াখালী থেকে রাজধানীর মহাখালী জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় একটি অ্যাম্বুলেন্সে করে তাকে গ্রামের বাড়ি সোনাইমুড়ী উপজেলা নাটেশ্বর ইউনিয়নের মির্জানগর গ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওয়া দেয়।

বিজ্ঞাপন

বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস বলেন, ‘বরকত উল্লাহ বুলু ঈদুল ফিতরের পরের দিন থেকে নিজ নির্বাচনি এলাকায় টানা বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন। শারীরিকভাবে অসুস্থ থাকার পরেও দিনে-রাত বেগমগঞ্জে বেশ কয়েকটি রাজনৈতিক-সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। কিন্তু তিনি গত শনিবার দুপুর থেকে জ্বরে আক্রান্ত হন। আজ সকাল থেকে তার শ্বাসকষ্টজনিত রোগ প্রকট আকার ধারণ করে। ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি ঘটলে দুপুরে নোয়াখালী মেডিক্যাল কলেজ ও বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কয়েকজন চিকিৎসকে তার বাড়িতে আনা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।’

নোয়াখালী মেডিক্যাল কলেজের নাক-কান-গলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. সাইফুল ইসলাম জানান, দুপুরে বুলু ভাইয়ের অসুস্থ হওয়ার খবর পেয়ে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ তার বাড়িতে যাই। সেখানে শারীরিক অবস্থা দেখে বোঝা যায়, তিনি প্রথমে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছিলেন। পরে তার শ্বাসকষ্ট দেখা দেয়, যেটি নিউমোনিয়ার দিকে যাচ্ছে। এ ছাড়া, তিনি দীর্ঘ দিন থেকে ডায়াবেটিসেও ভুগছেন। এখানে উন্নত চিকিৎসা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায় চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

অসুস্থ বরকত উল্লাহ বুলু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর