নীলফামারীর সাবেক এমপি আফতাব আরও ২ মামলায় শ্যোন অ্যারেস্ট
৬ এপ্রিল ২০২৫ ২৩:৩৭
নীলফামারী: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারকে আরও দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
রোববার (৬ এপ্রিল) দুপুরে রংপুর কারাগার থেকে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে এ আদেশ দেন বিচারক মো. দেলোয়ার হোসেন। এদিন বেলা সাড়ে ১২টায় তাকে আদালতে হাজির করার পর ১২টা ৪০ মিনিটে আদালত থেকে পুনরায় কারাগারে নেওয়া হয়।
এদিকে আদালতে তোলার আগে সাবেক এমপি জনরোষে পড়েন। এ সময় আদালত প্রাঙ্গণে বিক্ষুব্ধরা তাকে কিলঘুষি মারার চেষ্টা করে। বিক্ষুব্ধ কিছু লোক ভুয়া, ভোটচোর ও খুনি স্লোগান দিয়ে আফতাব উদ্দিন সরকারের দিকে তেড়ে আসেন। তবে নিরাপত্তায় নিয়জিত পুলিশ সদস্যরা তাকে নিরাপদে আদালতে হাজির করেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশ আফতাব উদ্দিন সরকারকে গত ৫ মার্চ রাতে রংপুরে দায়ের হওয়া একটি হত্যা মামলায় রংপুর নগরের সেনপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। আজ তাকে রংপুর কারাগার থেকে ডোমার উপজেলার দুটি মামলায় আসামি দেখিয়ে নীলফামারীর আদালতে আনা হয়।
বাদীপক্ষের আইনজীবী মো. মামুনুর রশীদ পাটোয়ারী বলেন, ‘২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনের বিএনপির প্রার্থী মো. রফিকুল ইসলামের ডোমারের একটি পথসভায় হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। অপরদিকে চাঁদাবাজির আরেকটি মামলা হয় ডোমার থানায়। আবেদনের পরিপ্রেক্ষিতে এ দুটি মামলায় আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।’
আদালত সূত্র জানায়, গত বছরের ৯ সেপ্টেম্বর আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেন ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রবিউল ইসলাম। এই মামলায় বিএনপি প্রার্থীর নির্বাচনী পথ সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ করা হয়। অপরদিকে গত বছরের ১২ সেপ্টেম্বর আরেকটি মামলা দায়ের করেছেন ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন। মামলায় চাঁদাবাজির অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে।
আসামিপক্ষের আইনজীবী অক্ষয় কুমার রায় বলেন, ‘দুটি মামলায় তাকে হুকুমের আসামি করা হয়েছে। কার কাছে টাকা চেয়েছেন, কে বলেছেন মামলায় তা উল্লেখ নেই। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এ মামলা করা হয়েছে।’
নীলফামারী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আল মাসুদ চৌধুরী বলেন, ‘সাবেক ভোট চোর এমপি আফতাব উদ্দিন সরকারকে রংপুরের একটি হত্যা মামলায় বেশ কয়েকদিন আগে গ্রেফতার করা হয়েছিল। নীলফামারী জেলায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ডোমারের দুটি মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেছিলেন।’
উল্লেখ্য, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে আফতাব উদ্দিন সরকার আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সংসদ সদস্য হন। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপন করেন। এর পর রংপুরের একটি হত্যা মামলায় গত ৫ মার্চ রাতে রংপুর নগরের সেনপাড়া এলাকা থেকে গ্রেফতার হন তিনি।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে থানায় দায়ের হওয়া দু’টি মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়েছিল। বিজ্ঞ আদালত তা মঞ্জুর করেছেন। পরবর্তী সময়ে আমরা রিমান্ডের আবেদন জানাব।’
সারাবাংলা/পিটিএম