Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ২৩:৫১ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ০৯:৫৮

প্রতীকী ছবি

গাইবান্ধা: জেলার ফুলছড়িতে জমি নিয়ে সংঘর্ষে রুহুল আমিন (৪২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।

রোববার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুহল আমিন ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের রুহুল আমিন ও প্রতিবেশী আনিসুর রহমানের পরিবারের মাঝে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় রুহুল আমিন ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষে নারী-শিশুসহ উভয়পক্ষের ১২জন আহত হন। তারা গাইবান্ধা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসাধীন।

এদিকে রুহুল আমিন নিহতের খবর ছড়িয়ে পড়লে আনিসুরের পক্ষের সবাই আত্মগোপনে যাওয়ার চেষ্টা করছে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রতিপক্ষের ঘরবাড়ির ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে রুহুল আমিন নামে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ প্রক্রিয়া চলমান।’

সারাবাংলা/পিটিএম

গাইবান্ধা জমি নিহত সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর