Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক প্রতিমন্ত্রী কেরামত আলী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ০২:১৯ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১০:৪০

সাবেক প্রতিমন্ত্রী কেরামত আলী। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজবাড়ী-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৬ এপ্রিল) রাজধানীর মহাখালী থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেফতার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কাজী কেরামত আলীর বিরুদ্ধে ঢাকা ও রাজবাড়ীতে একাধিক মামলা রয়েছে। এর যেকোনো একটি মামলা তাকে গ্রেফতার দেখিয়ে সোমবার (৭ এপ্রিল) আদালতের সোপর্দ করা হবে।’

উল্লেখ্য, গত ৩১ আগস্ট কাজী কেরামত আলী, তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন সদর উপজেলার কাউরিয়া গ্রামের বাসিন্দা ও কোটা সংস্কার আন্দোলনের অংশগ্রহণকারী রাজিব মোল্যা। মামলায় আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ করা হয়েছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

এমপি কাজী কেরামত আলী গ্রেফতার টপ নিউজ সাবেক প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর