ছুরিকাঘাতে যুবকের নাড়িভুঁড়ি বের করে দিল দুর্বৃত্তরা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ০২:৪৬
৭ এপ্রিল ২০২৫ ০২:৪৬
খুলনা: খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পলাশ (১৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। ওই যুবকের নাড়িভুঁরি বের হয়ে গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) রাতে মহানগরীর জাতিসংঘ পার্কে এ হামলার ঘটনা ঘটে। সে খুলনা সদর থানাধীন মতলোবের মোড়ের মো. আব্দুল হামিদ খানের ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, ‘নগরীর জাতিসংঘ পার্কে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা পলাশকে ছুরি মেরে পালিয়ে যায়। ছুরির আঘাতে তার নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। তাকে খুমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি সানোয়ার।
সারাবাংলা/পিটিএম