Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবার আগে রেলিগেশনে পড়ে সাউদাম্পটনের লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক
৭ এপ্রিল ২০২৫ ০৯:০৬

৭ ম্যাচ বাকি থাকতেই অবনমনে সাউদাম্পটন

এই মৌসুম শেষে তাদের অবনমন ছিল সময়ের ব্যাপার মাত্র। ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমজুড়েই ধুঁকতে থাকা সাউদাম্পটন বরাবরই ছিল পয়েন্ট তালিকার তলানিতে। অবশেষে টটেনহামের কাছে হেরে এই মৌসুমের প্রথম দল হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেশনে পড়ল সাউদাম্পটন। আর এতেই লজ্জার এক রেকর্ড গড়েছেন তারা। প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম সময়ে অবনমন নিশ্চিত করা ক্লাব এখন সাউদাম্পটন।

৩০ ম্যাচে মাত্র ২ জয় ও ৪ ড্র, হার ২৫টি। ১০ পয়েন্ট নিয়ে তালিকার ২০তম অবস্থানে থাকা সাউদাম্পটনের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল অনেক আগেই। অবনমন প্রায় নিশ্চিত জেনেই টটেনহামের বিপক্ষে মাঠে নেমেছিলেন তারা। গত রাতের এই ম্যাচে স্পার্সদের বিপক্ষে ৩-১ গোলে হেরে আনুষ্ঠানিকভাবে রেলিগেশনে পড়েছে সাউদাম্পটন। ৩১ ম্যাচে ২৬ হারে ১০ পয়েন্ট নিয়ে সবার আগেই অবনমনের খড়গ নেমে এল তাদের ওপর।

বিজ্ঞাপন

প্রিমিয়ার লিগের এই মৌসুমে এখনো বাকি ৭ ম্যাচ। এত সময় বাকি থাকতেই রেলিগেশনে পড়ে লজ্জার রেকর্ড গড়ল সাউদাম্পটন। টুর্নামেন্টের ইতিহাসে এর আগে এত দ্রুত কোন ক্লাব অবনমনে পড়েনি।

সাউদাম্পটন ভেঙেছে ইপসউইচ টাউন ও ডার্বি কাউন্টির রেকর্ড। ১৯৯৪-৯৫ মৌসুমে ইপসউইচ রেলিগেশনে পড়েছিল ৬ ম্যাচ বাকি থাকতে। ২০০৭-৮ মৌসুমে ডার্বি কাউন্টিও অবনমন নিশ্চিত করেছিল ৬ ম্যাচ বাকি থাকতে।

সাউদাম্পটনের সামনে অপেক্ষা করছে আরেকটি লজ্জার রেকর্ড। এই মুহূর্তে তাদের পয়েন্ট ১০। প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বনিম্ন পয়েন্ট নিয়ে রেলিগেশনে পড়ার লজ্জার রেকর্ডটি ২০০৭-৮ মৌসুমে করেছিল ডার্বি কাউন্টি। সেবার মৌসুম শেষে তাদের পয়েন্ট ছিল মাত্র ১১।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

অবনমন ইংলিশ প্রিমিয়ার লিগ সাউদাম্পটন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর