গাজায় ইসরায়েলের বর্বর হামলায় আরও অর্ধশতাধিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
৭ এপ্রিল ২০২৫ ০৯:০৯ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১১:০৫
৭ এপ্রিল ২০২৫ ০৯:০৯ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১১:০৫
গাজায় দখলদার বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা প্রায় ৫০ হাজার ৭০০ জনে পৌঁছে গেছে।
সোমবার (৭ এপ্রিল) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। গাজায় ইসরায়েলি বোমাবর্ষণের একদিন পর নতুন করে এই হামলা চালানো হলো। রোববার ইসরায়েলি হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
আল জাজিরা বলছে, দেইর আল-বালাহের পাঁচটি এলাকার বাসিন্দাদের তাদের এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর ইসরায়েল গাজার মধ্যাঞ্চলে নতুন করে ব্যাপক বোমাবর্ষণ করেছে। সর্বশেষ এই হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন।
সারাবাংলা/এসআর