Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরান ঢাকায় লেপ-তোশকের দোকানে আগুন, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ০৯:৩০ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১১:০৫

ছবি সংগৃহীত

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে একটি লেপ-তোশকের দোকানে আগুনের ঘটনায় আমিন উদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ফায়ার সার্ভিস অন্তত ১৮ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

সোমবার (৭ এপ্রিল) ভোর সোয়া ৪টার দিকে নাজিমউদ্দিন রোডে মাক্কুশাহ মাজার সংলগ্ন একটি পাঁচতলা ভবনের নিচতলায় এ আগুনের ঘটনা ঘটে।

নিহত আমিন উদ্দিনের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। তিনি ‘রিয়েল উড’ নামে একটি ফার্নিচার দোকানে চাকরি করতেন।

ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ভোর ৪ টার ১০ মিনিটে পাঁচ তলা ভবনটির নিচতলায় থাকা লেপ-তোশকের দোকানে আগুন লাগে। খবর পেয়ে ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫টা ১২ মিনিটে আগুন নির্বাপণ করে। এর মধ্যে ওই ভবনের বিভিন্ন ফ্লোর থেকে ১৮ জনকে দগ্ধ ও অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দ্বিতীয় তলা থেকে এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, লেপ-তোশকের দোকানটির পাশের “রিয়েল উড” নামে ফার্নিচার দোকানের মালিক আতিকুর রহমান জানান, তার দোকানটিতে দুইজন ম্যানেজার ও একজন কর্মচারী রাতে ঘুমিয়ে ছিলেন। তাদের মধ্যে আমিনউদ্দিন নামে ওই বৃদ্ধ ম্যানেজার আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। অপর কর্মচারী ধোঁয়ায় সামান্য আহত হয়েছেন। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি জানান, আমিন উদ্দিনের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। বর্তমানে ওই ফার্নিচার দোকানে থাকতেন তিনি। আনুমানিক তিন বছর যাবত দোকানটির ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন তিনি।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহত আমিন উদ্দিনের মরদেহ মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন ঢাকা মেডিকেলের পুরাতন বার্ন ইউনিটের চিকিৎসাধীন রয়েছেন।

সারাবাংলা /এসএসআর/এসআর

অগ্নিকাণ্ড নিহত পুরান ঢাকায় আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর