এবারের আইপিএলই ধোনির শেষ?
৭ এপ্রিল ২০২৫ ০৯:৪৫
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন অনেক আগেই। ভারতের জার্সিকে বিদায় বললেও চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিকে বিদায় বলতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। ‘বুড়ো’ বয়সেও দিব্যি আইপিএলে খেলছেন তিনি। তবে এই মৌসুমে ধোনির মন্থর ব্যাটিং জন্ম দিয়েছে নানা প্রশ্নের। এবার গুঞ্জন উঠেছে, এই মৌসুম শেষেই ক্রিকেটকে বিদায় জানাবেন ধোনি।
বয়স তার ৪৩। গত কয়েক মৌসুম ধরেই শোনা যাচ্ছে, অবসর নেওয়ার দ্বারপ্রান্তে চলে এসেছেন ধোনি! তবে প্রতিবারই সবাইকে ভুল প্রমাণ করে চেন্নাইয়ের জার্সি গায়ে মাঠে নেমেছেন তিনি। তবে এবারের মৌসুমের শুরু থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক। তার মন্থর ব্যাটিং নিয়ে সমালোচনায় মুখর খোদ চেন্নাই সমর্থকরাই!
এসব গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে গত ৫ এপ্রিল চেন্নাই-দিল্লি ম্যাচ। চিদাম্বরাম স্টেডিয়ামে চেন্নাইয়ের ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন ধোনির বাবা-মা। সেদিন মাঠে উপস্থিত ছিলেন ধোনির স্ত্রী ও মেয়েও। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ওই ম্যাচের সময় ধোনির স্ত্রী সাক্ষী নাকি মেয়ে জিভাকে বলেছিলেন, বাবার ‘শেষ ম্যাচটা’ দেখে নাও!
অবসরের গুঞ্জনের মধ্যে ধোনি নিজেই তার খেলা চালিয়ে যাওয়া প্রসঙ্গে কথা বলেছেন। রাজ শামানির এক পডকাস্টে ধোনি আভাস দিয়েছেন অবসরের, ‘আমি এখনো আইপিএল খেলছি। আমার বয়স ৪৩। এবারের মৌসুম শেষে সেটা হবে ৪৪। আমি আরও একটি বছর খেলতে চাই কিনা সেটার সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার হাতে ১০ মাস সময় আছে। আইপিএল খেলার সিদ্ধান্ত আমার নয়। খেলতে পারব কিনা সেটা আমার শরীরে ওপরও নির্ভর করছে।’
সারাবাংলা/এফএম