Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ০৯:৫২

ফেনসিডিলসহ আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা জসিম উদ্দিন সুজন

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফেনসিডিলসহ মো. জসিম উদ্দিন সুজন (৩১) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

রোববার (৬ এপ্রিল) রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত জসিম উদ্দিন সুজন সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুল হাইয়ের ছেলে। তিনি সেনবাগ উপজেলার সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জসিম উদ্দিন চৌমুহনী পূর্ব বাজার সোনালী ব্যাংকের সামনে ফেনসিডিল বিক্রি করছে বলে খবর পায় জেলা গোয়েন্দা পুলিশ। পরে ঘটনাস্থল থেকে ফেনসিডিল বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা ৭২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি জসিম উদ্দিন সুজনকে আটক করা হয়েছে।

সারাবাংলা/এসআর

নেতা আটক নোয়াখালী ফেনসিডিল বেগমগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর