Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মায়ামির হয়ে মেসির নতুন অর্জন

স্পোর্টস ডেস্ক
৭ এপ্রিল ২০২৫ ১০:৫৪ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১১:১১

মায়ামির হয়ে গোলের পর মেসির উচ্ছ্বাস

ইন্টার মায়ামির হয়ে মাঠে তার মাঠে নামা মানেই যেন নতুন কোন রেকর্ডের জন্ম। মেজর সকার লিগের ম্যাচে আজ আরেকটি মাইলফলক ছুঁয়েছেন লিওনেল মেসি। সবচেয়ে কম সময়ে ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল ও অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়েছেন মেসি।

মেজর সকার লিগের ম্যাচে টরোন্টোর বিপক্ষে মাঠে নেমেছিল মেসির মায়ামি। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে পিছিয়ে পড়ে মায়ামি। তবে বিরতির ঠিক আগে মায়ামিকে ম্যাচে ফেরান মেসি।

বিজ্ঞাপন

সেগোভিয়ার অ্যাসিস্টে বক্সের ভেতর বল পেয়েছিলেন মেসি। সেখান থেকে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে দুর্দান্ত এক ভলিতে বল জালে জড়ান এই আর্জেন্টাইন তারকা। মেসির দল ম্যাচে আরও দুইবার বল জালে জড়িয়েছিল। তবে দুইবারই অফসাইডের কারণে বাতিল হয়েছে মায়ামির গোল। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

এই গোলে নতুন এক রেকর্ড ছুঁয়েছেন মেসি। মায়ামির হয়ে ২৯ লিগ ম্যাচে এটি মেসির ২৪ তম গোল। এই সময়ে তার অ্যাসিস্ট আছে আরও ২০ টি। সব মিলিয়ে ২৯ ম্যাচে মেসির গোল ও অ্যাসিস্ট সংখ্যা ৪৪টি। ক্লাবের হয়ে এত দ্রুত সময় আর কেউ এই সংখ্যা ছুঁতে পারেননি।

মেসি ছাড়িয়ে গেছেন তার আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েনকে। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ৪৪ সংখ্যা ছুঁতে হিগুয়েনের লেগেছিল ৬৭ ম্যাচ।

সারাবাংলা/এফএম

ইন্টার মায়ামি লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর