Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজা থেকে ইসরায়েলে কয়েক দফা রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৭ এপ্রিল ২০২৫ ১০:২৬ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১১:৪৭

গাজা থেকে ইসরায়েলে কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে। অন্তত ১০টি রকেট কয়েক মিনিটের ব্যবধানে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেছে। তবে এর মধ্যে বেশিরভাগই প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

সোমবার (৭ এপ্রিল) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, লাখিশ এলাকায় রোববার রাতে সাইরেন বেজে ওঠার পর গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশকারী প্রায় ১০টি রকেট শনাক্ত করা হয়েছে। এর বেশিরভাগই সফলভাবে প্রতিহত করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর যেকোনো হুমকি অপসারণের জন্য আইডিএফ অভিযান চালিয়ে যাবে।

এদিকে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গ্রুপ।

গাজার ভয়াবহ দৃশ্য ও নিহতের সংখ্যা তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দিতে এই ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়েছে।

এক বিবৃতিতে যুদ্ধ অবসানের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টা একত্রিত করার গুরুত্বের ওপরও জোর দেওয়া হয়েছে। পাশাপাশি গাজায় ইসরায়েলি অপরাধ ও ফিলিস্তিনি অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতার আহ্বান জানানো হয়েছে।

গাজার পরিস্থিতি প্রতিদিনই আরও খারাপ হচ্ছে। পরিবারকে খাওয়ানোর জন্য যে কোনো ধরনের খাবার খুঁজছে ফিলিস্তিনিরা। গত এক মাসে গাজায় একটিও ট্রাক প্রবেশ করেনি। তাই খাবার নেই, জ্বালানি নেই, রান্নার গ্যাস নেই। এমনকি ওষুধও নেই, আশ্রয় বা তাঁবুও নেই।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

ইসরায়েল গাঁজা রকেট হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর