Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাবান্ধা দিয়ে নেপাল গেল আরও ২৫২ মেট্রিক টন আলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১১:১৬

বাংলাবান্ধা দিয়ে নেপালে রফতানি হওয়া আলু

পঞ্চগড়: পবিত্র ঈদুল ফিতরের বন্ধের পর চালুর প্রথম দিনেই দেশের একমাত্র চতুদেশী পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল গেল আরও ২৫২ মেট্রিক টন এস্টারিক্স আলু।

রোববার (৬ এপ্রিল) দুপুরে কয়েকটি ট্রাকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতের ফুলবাড়ি স্থলবন্দর হয়ে নেপালে রফতানি করা হয় আলুগুলো। আলু রফতানি করছে থিংকস টু সাপ্লাই, স্বাধীন এন্টার প্রাইজ নামে দুটি প্রতিষ্ঠান ।

এ নিয়ে এ বন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত ২ হাজার ৫৮৩ মেট্রিক টন আলু রফতানি হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন।

তিনি জানান, থিংকস টু সাপ্লাই, স্বাধীন এন্টারপ্রাইজ নামের দুইটি রফতানিকারক প্রতিষ্ঠান দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে রফতানি করে। রফতানি করা আলুর মধ্যে থিংকস টু সাপ্লাই’য়ের ছিল সর্বমোট ১৪৭ মেট্রিক টন আলু ও স্বাধীন এন্টারপ্রাইজের ছিল ১০৫ টন আলু।

তিনি আরো জানান, রফতানি করা আলুগুলো বন্দর ইয়ার্ডে প্রবেশ করলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার পর দুপুরে নেপালে পাঠানোর ছাড়পত্র দেওয়া হয়।

সারাবাংলা/এসআর

আলু রফতানি এস্টারিক্স আলু নেপাল পঞ্চগড় বাংলাবান্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর