Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দল নিবন্ধন ও সীমানা পুনর্নির্ধারণসহ ৭ বিষয়ে ইসির বৈঠক শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১১:৪৪ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১৫:৫৫

বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎ঢাকা: ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল ১১টায় এ বৈঠক শুরু হয়।

‎জানা গেছে, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বে সীমানা পুনরায় নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
‎‎
‎সভার আলোচ্যসূচিতে রাখা হয়েছে, রাজনৈতিক দলের নিবন্ধন ও নির্বাচন আচরণ বিধি পরিবীক্ষণ কার্যক্রম।

এ ছাড়া নতুন দল নিবন্ধনের জন্য ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। আগামী ২০ এপ্রিল পর্যন্ত আবেদনের সময় দেওয়া হলেও এখনো কোনো দল আবেদন করেনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/ইআ

ইসির বৈঠক নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর