খুলনায় সন্ত্রাসী হামলায় আহত যুবকের মৃত্যু
৭ এপ্রিল ২০২৫ ১৩:১০ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১৫:৫৫
খুলনা: খুলনায় সন্ত্রাসী হামলায় আহত পলাশের (১৮) মৃত্যু হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত পলাশ খুলনা সদর থানাধীন মতলোবের মোড়ের মো. আব্দুল হামিদ খানের ছেলে।
হাসপাতাল সূত্র জানায়, রোববার রাত ৯ টার দিকে গুরুতর আহত অবস্থায় যুবক পলাশকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সোমবার সকাল সোয়া ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনানুগ ব্যবস্থা সম্পন্ন হওয়ার পর পরিবারের নিকট তার মরদেহ হস্তান্তর করা হবে। দোষীদের আটকের জন্য অভিযান চলছে।
উল্লেখ্য, রোববার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নগরীর শান্তিধাম মোড় জাতিসংঘ শিশুপার্কে আয়োজিত ঈদ মেলায় প্রতিপক্ষের সঙ্গে বিরোধ বাধে পলাশের। এর জের হিসেবে হত্যার উদ্দেশ্যে পলাশকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করা হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সারাবাংলা/এসআর