Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতার জুয়ার আসর থেকে আটক ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১৩:৩০

রূপসা থানা

খুলনা: খুলনার রূপসায় জুয়ার আসর থেকে বিএনপি নেতা আল আমিন লস্করসহ ১১ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রোববার (৬ এপ্রিল) বিকালে ঘাটভোগ ইউনিয়নের গোয়ালবাড়ির চর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন— ঘাটভোগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন লস্কর ও তার ছেলে রবিউল লস্কর, তোরাপ লস্কর, এরশাদ লস্কর, জনি ফকির, বাহাদুর ফকির ও বিস্কুট মুন্সীসহ ১১ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপসার ঘাটভোগ ইউনিয়নে বিএনপি নেতা আল আমিনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে জুয়া খেলার আসর বসানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে রূপসা থানা পুলিশ অভিযান চালায়। এ সময় বিএনপি নেতাসহ ১১জনকে আটক করা হয়।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এসআর

আটক ১১ খুলনা জুয়ার আসর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর