ঢাকা: রাজধানীর গুলশানে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে ছিটকে পড়ে ফারজানা আক্তার মিম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ওই নারীকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ফারজানা আক্তারের ছোট বোন ফাহিমা আক্তার জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আমপাল গ্রামে। বাবার নাম আব্দুল বারেক। বর্তমানে ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া থাকতেন তারা এবং গুলশানে একটি বিউটি পার্লারে কাজ করতেন। অনেক আগে বিয়ে হলেও ছাড়াছাড়ি হয়ে যায়।
তিনি আরও জানান, গতকাল (রোববার) রাতে কাজ শেষে একটি ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে নতুনবাজারের বাসায় ফিরছিলেন। গুলশান ২ এর ৩২ নম্বর রোডে আসলে মোটরসাইকেলের চাকায় ফারজানার গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। পরে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পরে গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে ফারজানাকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) মো. মাহবুব হোসাইন জানান, ভোরে গুলশান এলাকায় ভাড়ায়চালিত মোটরসাইকেল আরোহী ওই নারী চাকায় ওড়না পেঁচিয়ে ছিটকে রাস্তায় পরে আহত হন। পরে স্বজনরা তাকে ঢামেকে নিয়ে আসলে মারা যান তিনি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।