Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতুমীর কলেজে ‘ভয়েস ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে মানববন্ধন

তিতুমীর কলেজ প্রতিনিধি
৭ এপ্রিল ২০২৫ ১৪:২২

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সরকারি তিতুমীর কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘Titumir’s Voice for Palestine’ কর্মসূচি।

সোমবার (৭ এপ্রিল) সকালে কলেজের প্রধান ফটকে মানববন্ধনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা মূল ফটকে জড়ো হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবারো সেখানে ফিরে আসেন। এ সময় কলেজের শিক্ষকরা বিক্ষোভ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।

তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরাও একাত্মতা প্রকাশ করছেন। আমরা অন্যায়ের প্রতিবাদ করি, প্রতিবাদ করতে জানি। ইসরায়েলের এই অমানবিক কর্মকাণ্ডে আজ পুরো বিশ্ব বিবেক নড়ে বসেছে। আমরা ধিক্কার জানাই এই নৃশংসতার বিরুদ্ধে। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, তিনি যেন ফিলিস্তিনবাসীকে রক্ষা করেন।

শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিনে শিশুদের কান্না, মায়েদের বুকফাটা আর্তনাদ ও ধ্বংসস্তূপে চাপা পড়া স্বপ্ন আমাদের হৃদয়কে ভারাক্রান্ত করেছে। নিরব থাকা মানে নৈতিকভাবে অন্যায়কে মেনে নেওয়া।

তারা আরও বলেন, এই প্রতিবাদ কোনো রাজনৈতিক বার্তা নয়, এটি মানবতার পক্ষে একটি অবস্থান। আজ যদি আমরা চুপ থাকি তবে আগামীকাল আমাদের জন্যও কেউ কথা বলবে না।

পরে শিক্ষার্থীরা ব্যানার হাতে নিয়ে মহাখালীর টিবিগেট হয়ে গুলশান-১ এ গিয়ে ইসরায়েলের পতাকা দাহ করেন। এরপর ক্যাম্পাসে ফিরে এসে পতাকা মঞ্চে বাংলাদেশের জাতীয় পতাকার এক পাশে ফিলিস্তিনের পতাকা এবং অন্য পাশে কালো পতাকা উত্তোলন করেন।

উল্লেখ্য, দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে কলেজের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়। প্রতিবাদের প্রতীক হিসেবে কলেজের মূল ফটকে তালা লাগানো হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআর/এসএইচএস

তিতুমীর কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর