Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে বহুতল ভবনে আগুন, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১৪:১৮ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১৫:৫৫

মাইশা টাওয়ার

বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে মাইশা টাওয়ার নামের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আগুনের ধোঁয়ায় আরও কয়েকজন অসুস্থ হয়েছেন।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নারীর নাম অনিতা (৫০)। তিনি ওই ভবনে অবস্থিত একটি ক্লিনিকে কাজ করতেন। চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে বহুতল ওই ভবনের নিচতলায় গার্মেন্টসের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ভবনটিতে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া ও আইএফআইসি ব্যাংকের শাখা, একটি ক্লিনিক, বিভিন্ন কোম্পানির শোরুম ও ৫ তলায় একটি বাসাবাড়ি রয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-সহকারী পরিচালক শাহাব উদ্দিন জানান, নিচতলার আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। এখনও অনেক ধোঁয়া রয়েছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে রয়েছে। ধোঁয়ায় অসুস্থ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে এক নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সারাবাংলা/এসআর

নিহত বহুতল ভবনে আগুন বাগেরহাট

বিজ্ঞাপন

বিবেকের খাঁচায় বন্দি সবাই
১২ এপ্রিল ২০২৫ ১৫:১৭

আরো

সম্পর্কিত খবর