গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
৭ এপ্রিল ২০২৫ ১৪:৩০ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১৭:৩৮
ঢাবি: ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সেখানে তারা গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১১ টার পর থেকে জড়ো হয়ে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষুদ্ধ জনতাদের হাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায়।
এ সময় তারা ‘ইসরায়েলের কালো হাত, ভেঙ্গে দাও-গুড়িয়ে দাও’, ‘সারা বিশ্বের মুসলমান, লড়াই করো-লড়াই করো’ ‘ইসরায়েলের ঠিকানা, এই দুনিয়ায় হবে না’সহ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভে মাহফুজুর রহমান বলেন, ‘আজ পুরো বিশ্ব দেখছে ইহুদি জাতি যেভাবে ফিলিস্তিনে মানবতাবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে, তা ইতিহাসের অন্যতম ভয়াবহ নিষ্ঠুরতার উদাহরণ। তারা সীমা ছাড়িয়ে গেছে। এখন সময় এসেছে মুসলিম উম্মাহর একতাবদ্ধ হওয়ার। আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে অন্যায়ের বিরুদ্ধে, নৃশংসতার বিরুদ্ধে। ইসরায়েলের অবসান অনিবার্য। সেই দিন খুব দূরে নয়, যেদিন আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবে প্রতিফলিত হবে।’
নূরনাহার লিয়া বলেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে ইসরায়েলের পণ্য বর্জন করে আসছি, কিন্তু তা সত্ত্বেও নিরীহ ফিলিস্তিনিদের ওপর বোমা বর্ষণ বন্ধ হয়নি। তাই এখন শুধু বয়কটই যথেষ্ট নয়। মুসলিম বিশ্বের শক্তিশালী দেশগুলো, যেমন- মিসর, পাকিস্তান, তুরস্ক ও ইরান তাদের সামরিক শক্তি ও সম্পদ নিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াক।’ লিয়া বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকেও এই ন্যায়ের লড়াইয়ে সক্রিয় ভুমিকা রাখার আহ্বান জানান।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে।
সারাবাংলা/এআইএন/এনজে