Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাক ধাক্কায় ১৫ পুলিশ আহত, চালক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১৪:২৮

ঘটনাস্থলে উদ্ধার হওয়া পুলিশবাহী ট্রাক ও ড্রাম ট্রাক ।

লালমনিরহাট: লালমনিরহাটে ড্রাম ট্রাকের ধাক্কায় একটি পুলিশবাহী ট্রাকে থাকা ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ড্রাম ট্রাক চালক সোহানকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে জেলার হাড়িভাঙ্গা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর নবী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৬টার দিকে লালমনিরহাট পুলিশ লাইন থেকে ১৫ জন পুলিশ সদস্যকে নিয়ে একটি ট্রাক সিন্দুরমতি মেলার উদ্দেশ্যে রওনা করে। পুলিশবাহী ট্রাকটি শহরের হাড়িভাঙ্গা মাজার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে পুলিশবাহী ট্রাকে থাকা ১৫ পুলিশ সদস্য হয়। এর মধ্যে গুরুতর আহত ছয় জনকে লালমনিরহাট সদর হাসপাতাল এবং ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি তিন পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই রফিকুল ইসলাম, এএসআই মহেস, কনস্টেবল সাইফুল, মানিক, মোজাম্মেল, সবুজ। লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল নয়ন, জাফর(গাড়ি চালক), শাহাদাৎ, লুৎফর, ইলিয়াস, মোস্তফা। আর প্রাথমিক চিকিসা নিয়েছেন এসআই আবু বক্কর, নায়েক রাহিনুল, নায়েক শাখাওয়াত।

সারাবাংলা/এসডব্লিউ

ট্রাক ধাক্কায় পুলিশ সদস্য আহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর