মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে ফেলতে হবে: ব্যারিস্টার খোকন
৭ এপ্রিল ২০২৫ ১৬:৫২ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১৯:২৪
ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের গাজায় বর্বরতা আর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তাদের নিজেদের ভূমি ছাড়তে বাধ্য করছে। অথচ গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে। আর প্রতিবাদ করছেন অল্প কিছু মানুষ। তবে আমরা এ গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে চাই। প্রয়োজনে বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে ফেলা হবে। সভ্যসমাজে দেশটি এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সোমবার (৭ এপ্রিল) গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। অ্যান্টি ডিসক্রিমিনিশন লিগ্যাল ফোরামের (এডিএলএফ) উদ্যোগে এ আয়োজন করা হয়।
ব্যারিস্টার খোকন বলেন, ইসরায়েলিদের এমন জঘন্য অপরাধের জন্য জাতি-ধর্ম নির্বিশেষে বিশ্ববাসীকে প্রতিবাদ জানাতে হবে। কেননা মানবাধিকার-জাতিসংঘের জন্যও দেশটি এখন হুমকি। এ জাতি বেঁচে থাকলে পৃথিবীকে আজীবন জ্বালাবে। একই সঙ্গে মানবতাও শেষ করে দেবে। তাই আমরা তাদের এসব নৃশংসতা বন্ধের আহ্বান জানাই।
এডিএলএফ সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী মনির হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান, সহকারী অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল সৈয়দ আশরাফুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানসহ আরও অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী সিনিয়র আইনজীবী ড. কাজী জাহিদ ইকবাল, আবেদা গুলরুব, এডিএলএফ সদস্য নাফিউল আলম, সিনিয়র আইনজীবী আমাতুল করিম, আবিদসহ অন্যান্য আইনজীবীরা।
সারাবাংলা/আরএম/এনজে