ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বায়তুল মোকাররমে বিক্ষোভ
৭ এপ্রিল ২০২৫ ১৬:৫০ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১৭:৩৭
ঢাকা: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে রাজধানীর বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন মুসল্লিরা।
সোমবার (৭ এপ্রিল) জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত সমাবেশের আগে থেকেই বায়তুল মোকাররমে উপস্থিত হতে থাকেন মুসল্লিরা। নামাজ শেষে সবাই একসঙ্গে বেরিয়ে আসেন মসজিদের উত্তর গেটে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে তারা ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও ভেঙে দাও’ ইত্যাদি স্লোগানে মুখর করে তোলেন মসজিদের উত্তর পাদদেশ। এ সময় আগত মুসল্লিদের অনেকের হাতেই ছিল ফিলিস্তিনের পতাকা। মিছিল-পূর্ব সমাবেশে শীর্ষ ওলামা মাশায়েখ এবং জাতীয় নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এদিকে, ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মিছিল-স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানী। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশসহ সেনাবাহিনীকে অবস্থান ও টহল দিতে দেখা গেছে। এছাড়া, নগরবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলি রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘রাজধানীতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কিছু কিছু জায়গায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি বাড়ানো হয়েছে। সব জায়গায় শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা হচ্ছে। কোনো বিশৃঙ্খল পরিস্থিতির খবর পাওয়া যায়নি।’
সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ