Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাষ্ট্রপতি’ পদক পাচ্ছেন আন্দোলনকারীদের না পেটানো সেই পুলিশ সদস্য

স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১৬:৫৯ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১৭:৩৭

পদকপ্রাপ্ত পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেন।

ঢাকা: ‘রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম’ পাচ্ছেন সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের না পিটিয়ে ভিন্নভাবে দায়িত্ব পালন করা পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেন। আন্দোলন দমনে বুদ্ধিদীপ্ত কৌশল প্রয়োগ করা রিয়াদ ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন।

রাষ্ট্রপতির আদেশে গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদ এতে সই করেন। রোববার (৬ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন প্রকাশ করে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ প্রদান করা হলো। প্রজ্ঞাপনের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।

উল্লেখ্য, সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের না পিটিয়ে ভিন্নভাবে বুদ্ধিদীপ্ত কৌশলে দায়িত্ব পালন করে ছাত্রভঙ্গ করার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেলে হলে সবার প্রশংসায় ভাসতে থাকেন ওই পুলিশ সদস্য। সেজন্য পুলিশে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‘রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম’ পদক পাচ্ছেন রিয়াদ হোসেন।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর