Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের ‘সুইডিস ক্রিকেট বোর্ড’ সচিব হলেন বাংলাদেশি প্রকৌশলী আতিক

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১৭:২৪

ছবি: সংগৃহীত

ঢাকা: ২০২৫ থেকে ২০২৯ মেয়াদের জন্য সুইডিশ ক্রিকেট বোর্ডের সদস্য ও সচিব হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কম্পিউটার বিজ্ঞানী ও প্রকৌশলী মো. আতিকুর রহমান। ৫ এপ্রিল সুইডেনের গোথেনবার্গে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত ভোটে তিনি নির্বাচিত হয়েছেন।

উপস্থিত ৮২ ভোটারের মধ্যে তারিক জুওয়াকের নেতৃত্বাধীন প্যানেল থেকে আতিকুর রহমান ব্যক্তিগত ভাবে সর্বোচ্চ ৬৫ ভোট পেয়ে এই বিজয় লাভ করেন। এর আগে ২০২২ সালে তিনি প্রথম বাংলাদেশি-সুইডিশ নাগরিক হিসেবে সুইডিশ ক্রিকেট বোর্ডের সচিব হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

বিজ্ঞাপন

পুণরায় সচিব নির্বাচিত হয়ে আতিকুর রহমান বলেন, ‘পুনরায় নির্বাচিত হয়ে সুইডেনে ক্রিকেটকে আরও শক্তিশালী ও বিস্তৃত করতে আমরা সবাই মিলে কাজ করে যাব। এখানে ক্রিকেটের শিকড় দৃঢ়, এবং আমি এই খেলাটির আরও বিকাশ ও স্বীকৃতি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।’

সুইডিশ ক্রিকেট বোর্ডের সভাপতি তারিক জুওয়াক বলেন, ‘আমরা আনন্দিত যে আতিকুর রহমান আবারও বোর্ড সদস্য হিসেবে আমাদের সঙ্গে থাকছেন। তিনি সুইডিশ ক্রিকেটের উন্নয়নে এক অসাধারণ অভিজ্ঞতা ও প্রতিশ্রুতি নিয়ে কাজ করছেন, এবং ক্রিকেট সম্পর্কে তাঁর গভীর জ্ঞান আমাদের বোর্ডের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।’

সারাবাংলা/ইএইচটি/এনজে

বাংলাদেশি সচিব সুইডিস ক্রিকেট বোর্ড