গাজায় গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ
৭ এপ্রিল ২০২৫ ১৭:৩২ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১৮:২০
ঢাকা: ফিলিস্তানের গাজায় ইসরাইলি চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
সোমবার (৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ দ্ব্যর্থহীনভাবে ঘনবসতিপূর্ণ বেসামরিক গাজা ও তার আশেপাশের এলাকায় ইসরাইলি দখলদার বাহিনীর অব্যাহত বিমান হামলা ও গণহত্যার নিন্দা জানাচ্ছে।
বিবৃতিতে অবিলম্বে ইসরাইলের সবধরনের সামরিক অভিযান বন্ধ করা এবং আন্তজার্তিক মানবাধিকার আইন মেনে চলার আহবান জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘের উচিত অবিলম্বরে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং যেন গাজার জনগণের জীবন রক্ষা করা যায় ও মানবিক সহায়তা সঠিকভাবে পরিচালিত হয়। ফিলিস্তিনিদের ন্যয়সঙ্গত অধিকার, তাদের আত্মনিয়ন্ত্রনের অধিকার এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্ত বরাবর একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পূর্নব্যক্ত করেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার ফিলিস্তিন সমস্যা সমাধানে আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রস্তাবনা এবং ফিলিস্তিনিদের শান্তি, মর্যাদা ও ন্যায়ের জন্য দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ভিত্তিতে দুই রাষ্ট্রের সমাধান প্রতিষ্ঠান জন্য বৈশ্বিক সম্প্রদায়কে আরও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে গাজায় ইসরাইলি বাহিনির হামলার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
সারাবাংলা/জেআর/পিটিএম