Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করবো: ইলিয়াস কাঞ্চন

স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১৭:৩৬

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছেন ‘নিরাপদ সড়ক চাই’ এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

ঢাকা: ফিলিস্তিনিদেরকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

সোমবার (৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণশক্তি সভার আয়োজিত ‘দখলদার ইসরায়েল কর্তৃক গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদে’ বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান ।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘মানবতার এই বিপর্যয় থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে এর প্রতিবাদ করতে হবে। কারণ আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে আমাদের মানবিক মূল্যবোধ প্রকাশ পাবে না। আমি বলতে চাই, এই প্রতিবাদ আমাদের সকলের মধ্যে জাগ্রত হোক, সঞ্চারিত হোক। আমরা যদি প্রতিবাদ না করি তাহলে মানবতার এই দুঃসময় কাটানো সম্ভব হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করবো। আমরা ইসরায়েলকে একঘরে করে রাখব। আমরা ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করব না। আমরা ইসরায়েলের এই চরম অবমাননার নিন্দা জানাচ্ছি। আমরা ইসরায়েলের সমস্ত কর্মকান্ডের নিন্দা করছি। আমরা মানুষের কল্যাণে কাজ করার জন্য একত্রিত হয়েছি।’

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘মুসলিম বিশ্বকে একত্রিত হয়ে এর প্রতিবাদ করার আহ্বান করছি। সারা বিশ্বের নির্যাতিত মুসলিমরা একত্রিত হোক। সারা বিশ্বের নির্যাতিত মানুষ একত্রিত হোক। মানবতার জয় হোক। আমি ফিলিস্তিনিদের অধিকার আদায়ের জন্য সবাইকে নিয়ে রাজপথে সংগ্রাম করে যাব।’

এ সময় বিক্ষোভ সমাবেশে মানবাধিকার কর্মী মো. মতিউর রহমানসহ অন্যান্য আরও অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

ইলিয়াস কাঞ্চন গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর