Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম কেইপিজেড পরিদর্শন করলেন বিদেশি বিনিয়োগকারীরা

স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১৭:৪৪ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১৭:৪৮

কেইপিজেড পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা

চট্টগ্রাম ব্যুরো: চারদিন ব্যাপি শুরু হওয়া ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’ এর প্রথমদিন চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীর প্রতিনিধিদল।

সোমবার (৭ এপ্রিল) সকালে আনোয়ারা উপজেলার কেইপিজেডে আসেন প্রতিনিধি দলটি।

এ সময় কোরিয়া, চীন, জাপান, অস্ট্রেলিয়া, ভারতসহ ৪০ দেশের ৬০ জন বিদেশি বিনিয়োগকারীর প্রতিনিধি ছিলেন। পরিদর্শনের সময় তারা বিভিন্ন কারখানার কার্যক্রম ও কাজের অগ্রগতির খোঁজ খবর নেন।

‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’ এর প্রথম দিনে এ কর্মসূচি নিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এই সম্মেলনের উদ্বোধন করা হবে বুধবার (৯ এপ্রিল)। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ওই দিন সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

এ দিকে সোমবার বিকেলে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে প্রতিনিধি দলটির।

বিডার তথ্যনুযায়ী, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’ এ বিশ্বের প্রায় ৫০টি দেশের ৫৫০ জনের বেশি বিনিয়োগকারীর প্রতিনিধি অংশ নেবেন। চারদিনব্যাপি এ সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার (১০ এপ্রিল)।

সারাবাংলা/আইসি/এইচআই

কেইপিজেড পরিদর্শন বিদেশি বিনিয়োগকারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর