Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান কারাগারে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’র প্রধান আতাউল্লাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১৮:৩১ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১৮:৩৪

কারাগারে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’র প্রধান আতাউল্লাহ

বান্দরবান: মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে বান্দরবান কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে দুটি মামলায় জুনুনিকে প্রথমে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত ও পরে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালতে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালতসূত্রে জানা যায়, ২০২২ সালের নভেম্বরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তে মাদকবিরোধী অভিযান চলাকালে রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) এক কর্মকর্তা নিহত হয়। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আরসা প্রধান আতাউল্লাহ আম্মার জুনুনি। এ সময় তার সঙ্গে আরও ৫ জন আসামিকে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোট পুলিশ পরিদর্শক মো. রেজাউল করিম মজুমদার আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে বান্দরবানে আদালতে তোলার পর জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দিকে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে কারাগারে নেওয়ায় সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে- রোহিঙ্গারা আরকানের জমি পাবে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূস যা করছে সেজন্য বাংলাদেশের সবাইকে শুকরিয়া আদায় করতে বলেন জুনুনি।

উল্লেখ্য, গত ১৭ মার্চ গভীর রাতে ঢাকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লি এবং ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসা প্রধান আতাউল্লাহ আম্মার জুনুনি গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

আতাউল্লাহ আবু আম্মার জুনুনী আরসা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বান্দরবান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর