Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংক যশোর শাখার এসএভিপি প্রশান্ত কুমারের ৯ হিসাব অবরুদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১৮:৪৭ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১৯:৪০

ঢাকা: যমুনা ব্যাংকের যশোর শাখার এসএভিপি প্রশান্ত কুমার দাসের ৯টি হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) আদেশ দিয়েছেন আদালত। এসব অ্যাকাউন্টে জমা রয়েছে সাড়ে ৫৪ লাখ টাকা।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

এদিন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. আব্দুল মালেক।

দুদকের আবেদনে বলা হয়, প্রশান্ত কুমারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংকটির ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। একই সঙ্গে ভারতে অর্থপাচার, নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি এখনও অনুসন্ধান চলছে। অনুসন্ধানে যমুনা ব্যাংকে থাকা তার ৯টি অ্যাকাউন্টে ৫৪ লাখ ৫১ হাজার ৯৮৮ টাকার অস্থাবর সম্পদ অর্জনের তথ্য বেরিয়ে এসেছে।

এতে আরও বলা হয়, এসব ব্যাংক হিসাবে জমা করা টাকা উত্তোলন, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করতে পারেন প্রশান্ত কুমার। ফলে এসব টাকা উদ্ধার করা কিছুটা দুরূহ হয়ে পড়বে। তাই ব্যাংক হিসাবে জমা করা টাকা অবরুদ্ধ চেয়ে আদালতে আবেদন করা হয়।

সারাবাংলা/আরএম/আরএস

এসএভিপি প্রশান্ত কুমার দাস দুদক যমুনা ব্যাংক যশোর শাখা