Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শারজাহ থেকে আসা যাত্রীর কাছে মিলল কোটি টাকার সোনা

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১৯:১৪ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ২১:৪২

শারজাহ থেকে আসা মে. মকসুদ আহামেদ এবং উদ্ধারকৃত সোনাসহ অন্যান্য সামগ্রী – ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা মে. মকসুদ আহামেদ (৪২) নামক এক যাত্রীর কাছ থেকে কোটি টাকা মূল্যের প্রায় এক কেজি  সোনা উদ্ধার করা হয়েছে। বিশেষ কায়দায় রঙ পাল্টে এগুলো নিয়ে আসেন ওই যাত্রী।

সোমবার (৭ এপ্রিল) সকালে বিমানবন্দরে ওই যাত্রীকে আটক করে লাগেজ তল্লাশিতে এসব সোনা পাওয়া যায়। কাস্টমস, গোয়েন্দা সংস্থা এনএসআই ও বিমানবন্দরের নিরাপত্তা টিমের সদস্যরা যৌথভাবে এ তল্লাশি চালান।

বিজ্ঞাপন

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।

শারজাহ থেকে আসা যাত্রী মোহাম্মদ মোকসুদ আহমেদ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা। তাকে কাস্টমস হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।

মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, সকাল সাড়ে ৭টায় শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটটি (G9-526) চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রী মোহাম্মদ মোকসুদ আহমেদ লাগেজ নিয়ে কাস্টমসের গ্রিণ চ্যানেল পার হওয়ার সময় আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটকে দেয়া হয়।

এরপর তার লাগেজ তল্লাশিতে পাওয়া যায় অভিনব কায়দায় আনা সোনাগুলো।

ইব্রাহিম খলিল সারাবাংলাকে বলেন, ‘হাতঘড়ির চেইনের আকারে মোবাইলের এডাপ্টার ও এয়ারপডের ভেতর লুকিয়ে সোনাগুলো আনা হয়েছে। সেগুলোর রঙ বদলে ফেলা হয়েছে যাতে দেখে বোঝা না যায়।’

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জব্দ করা সোনার মোট ওজন ৯১০ গ্রাম। দাম এক কোটি ৭ লাখ ৬১ হাজার ৬৬০ টাকা।

ঘোষণা ছাড়াই আনা সোনাগুলো জব্দ করে কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/আরএস

শারজাহ থেকে আসা যাত্রীর কাছ থেকে সোনা উদ্ধার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর