৯ মাসে রফতানি প্রবৃদ্ধি সাড়ে ১০ শতাংশ
৭ এপ্রিল ২০২৫ ২০:০০ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ২১:৪১
ঢাকা: দেশের রফতানি আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম ৯ মাসে দেশের রফতানি আয়ে ১০ দশমিক ৬৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আর সদ্য শেষ হওয়া মার্চ মাসে রফতানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৪৪ শতাংশ।
সোমবার (৭ এপ্রিল) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইপিবির তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রফতানি হয়েছে ৩ হাজার ৭১৯ কোটি ডলারের পণ্য। গেল ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রফতানি হয়েছিলো ৩ হাজার ৩৬১ কোটি ডলারের পণ্য। অর্থাৎ প্রথম ৯ মাসে রফতানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৬৩ শতাংশ। এ
দিকে, একক মাস হিসাবে সদস্য সমাপ্ত মার্চে রফতানি হয়েছে ৪২৪ কোটি ডলারের পণ্য। গত বছরের মার্চ মাসে রফতানি হয়েছিলো ৩৮১ কোটি ডলারের পণ্য। সে হিসাবে মাসটিতে রফতানি আয় বেড়েছে প্রায় সাড়ে ১১ শতাংশ।
অর্থনীতির চালিকা শক্তি হিসাবে বিবেচিত রফতানি আয়ের প্রধান উৎস পোশাক খাত চলতি অর্থবছরে এখন পর্যন্ত বেশ ভালো অবস্থানে রয়েছে।
ইপিবির তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৮৪ শতাংশ। পোশাকের মধ্যে নীটওয়্যারে প্রবৃদ্ধি ১১ দশমিক ২২ শতাংশ ও ওভেনে ১০ দশমিক ৪০ শতাংশ। ৯ মাসে পোশাক রফতানি করে বাংলাদেশের আয় হয়েছে ৩ হাজার ২৪ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিলো ২ হাজার ৭২৮ কোটি ডলার।
এদিকে সদ্য শেষ হওয়া মার্চ মাসে পোশাক রফতানি হয়েছে ৩৪৪ কোটি ডলার, গত বছর মার্চে রফতানি হয়েছিলো ৩০৬ কোটি ডলার। একক মাস হিসাবে মার্চে পোশাক রফতানি বেড়েছে ১২ দশমিক ৪০ শতাংশ।
ইপিবির তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে হিমায়িত ও জীবন্ত মাছ রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৭৭ শতাংশ, কৃষিতে ৬ দশমিক ১৪ শতাংশ, প্লাস্টিক পণ্যে ২০ দশমিক ৬৬ শতাংশ, চামড়া ও চামড়াজাত পণ্যে ৯ দশমিক ৮৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
অন্যদিকে বেশিরভাগ পণ্যের ক্ষেত্রে রফতানি বাড়লেও অর্থবছরের প্রথম ৯ মাসে পাট ও পাটজাত পণ্যের রফতানি কমেছে ৭ দশমিক ৬৮ শতাংশ।
সারাবাংলা/ইএইচটি/আরএস