Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেই আবেদ আলীর ফ্ল্যাট-বাড়ি জব্দ, ১৩ হিসাব অবরুদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ২০:০৩

সৈয়দ আবেদ আলী। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ব্যাংক হিসাব অবরুদ্ধসহ ফ্ল্যাট-বাড়ি-জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব এ আদেশ দেন। জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আল আমিন। আবেদনের পক্ষে শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর রুহুল ইসলাম খান।

আদালত সূত্র জানায়, আবেদ আলীর একটি গাড়ি, ১৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং দুটি ফ্ল্যাট ও একটি ছয়তলা বাড়িসহ ৮ দশমিক ৮৮ বিঘা জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে। গাড়ির মূল্যসহ ব্যাংক হিসাবে রয়েছে ৭৮ লাখ ৫৯ হাজার ১৯৮ টাকা। এর মধ্যে জব্দ হওয়া বাড়িটি রয়েছে রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায়। আর পশ্চিম শেওড়াপাড়া এলাকায় ১১০০ বর্গফুটের দুটি ফ্ল্যাট রয়েছে। এসব সম্পদের মূল্য ধরা হয়েছে তিন কোটি ৩৮ লাখ ৫৬ হাজার ৭৯৭ টাকা।

দুদকের আবেদনে বলা হয়, আবেদ আলীর নামে স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর কিংবা দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামে অর্জিত সব সম্পদ অবরুদ্ধের জন্য আদালতে আবেদন করা হয়।

সারাবাংলা/আরএম/এনজে

আবেদ আলী জব্দ ফ্ল্যাট-বাড়ি ব্যাংক

বিজ্ঞাপন

জুনে বসছে বিপিও সামিট
২৩ মে ২০২৫ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর