বেনাপোল সীমান্তে ৯ বাংলাদেশি আটক
৭ এপ্রিল ২০২৫ ২০:২৮ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ২০:৩০
বেনাপোল: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধীনস্থ ধান্যখোলা ক্যাম্পের সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৯ জন নারী পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে জেলেপাড়া পোস্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধান্যখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার মো. আব্দুল গনি মিয়া
আটকরা হলেন— মো. মিলন মোল্লা (২৭ ), মো. সাইদুল ইসলাম (২৭), মো. শিমুল ( ৩২), মোছা. করিমন বিবি (৫০), মোছা. জান্নাত (২৪), মোছা. বন্যা (২২), মোছা. সোহাগী (২), মোছা. হালিমা (৪) ও মোছা. সোয়াইফা।
আটকদের বিরুদ্ধে ১১সি ধারায় মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। বেনাপোল পোর্ট থানা যশোর আদালতে পাঠাবে।
সারাবাংলা/এইচআই
অবৈধ প্রবেশ আটক বাংলাদেশি আটক বেনাপোল সীমান্ত বেনাপোল সীমান্তে