Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মজলুমদের পক্ষে, মানবতার পক্ষে দলে দলে যোগ দিন: আজহারী

স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ২১:৩৮

মিজানুর রহমান আজহারী

ঢাকা: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে সারা বিশ্বের ন্যায় উত্তাল বাংলাদেশও। বিক্ষোভ, সমাবেশ, ইসরায়েলি পণ্য বয়কট এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন মানুষ। এরই প্রেক্ষিতে মজলুম ও মানবতার পক্ষে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী।

সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড আইডিতে এ আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী বলেন, ‘মজলুমদের পক্ষে, মানবতার পক্ষে দলে দলে যোগ দিন।’

আরেকটি পোস্টে তিনি বলেন, গত কয়েকদিনের ছবি এবং ভিডিওগুলো দেখার পর এক অসহনীয় কষ্টকর সময় পার করছি। এর মাঝেও আমাদের করণীয় নিয়ে ভাবনা প্রয়োজন, আত্মসমালোচনার প্রয়োজন। গোটা বিশ্ব জুড়ে উম্মাহ আজ অনেক সমস্যায় নিমজ্জিত। যার অন্যতম কারণ হলো— জাতি হিসেবে আমাদের নিজেদের পরিচয় ভুলে যাওয়া।

এদিকে, ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে রাজধানীর বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন মুসল্লিরা। এ ছাড়াও, সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে সাধারণ মানুষ।

ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে দেশটির পণ্য বয়কটেরও ডাক দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সিলেটের কেএফসি এবং বাটার শো’রুমে হামলা চালানোর ঘটনাও ঘটেছে। তবে এ সময় কিছু মানুষ লুটপাট চালালে তা নিয়ে নেতিবাচক মন্তব্যে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম।

সারাবাংলা/এমএইচ/এইচআই

ইসরায়েলের বর্বর আগ্রাসন গাজা- ইসরায়েল গাজায় গণহত্যা ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত মিজানুর রহমান আজহারী।