Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার নাশকতার মামলায় খালেদার জামিন বিষয়ে আদেশ মঙ্গলবার


২৫ জুন ২০১৮ ১১:১৩

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিশেষ ক্ষমতা আইনে কুমিল্লার নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন  খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামীকাল দিন ঠিক করেছেন আদালত।

সোমবার (২৫ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ আদেশের জন্য এ দিন ঠিক করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

কুমিল্লার দুই মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল দায়ের করে। এ দুই মামলার মধ্যে গাড়িতে অগ্নিসংযোগ দিয়ে হত্যা মামলার লিভ টু আপিলের শুনানি গতকাল শেষ হয়। এ বিষয়ে আদেশের জন্য ২ জুলাই দিন ঠিক করে দেন আপিল বিভাগ।

এছাড়া বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা আরেক মামলায় লিভ টু আপিল শুনানির জন্য আজকের দিন ঠিক করে দিয়েছিলেন আপিল বিভাগ। আজ এ মামলায় শুনানি শেষে আগামীকাল মঙ্গলবার আদেশের জন্য রাখেন।

এ দুই মামলায় গত ২৮ মে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ খালেদাকে জামিন দেন।

হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে ওই দিনই আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনের শুনানি নিয়ে গত ২৯ মে আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত রেখে ৩১ মে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির আদেশ দেন। গত ৩১ মে শুনানির পর আপিল বিভাগ খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত রেখে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে আদেশ দেন এবং ২৪ জুন দিন ঠিক করে দেন।

বিজ্ঞাপন

২০১৫ সালে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোল বোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। আহত হন আরও ২০ জন। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়।

একই বছরের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হায়দার পুল এলাকায় একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ ও আশপাশের বেশ কিছু গাড়ী ভাংচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় ওই দিনই  চৌদ্দগ্রাম থানায় বিশেষ ক্ষমতা আইনে নাশকতার অভিযোগে মামলা হয়। ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারিতে এই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। খালেদা জিয়া সহ ৩২জনকে এ্ মামলায় আসামী করা হয়।

উল্লেখ্য জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির অভিযোগের মামলায় পাচঁ বছরের দণ্ড নিয়ে কারাবন্দি আছেন বেগম খালেদা জিয়া।

সারাবাংলা/এজেডকে/এমআইএস

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর